Print Date & Time : 8 May 2025 Thursday 8:43 pm

ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে সাহায্যের প্রস্তাব ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধাবস্থা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ মে) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেছেন, তিনি চান ভারত ও পাকিস্তান এখনই একে অপরের ওপর হামলা বন্ধ করুক এবং এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি তাদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করতে প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘আমি চাই এটা বন্ধ হোক। আর যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি করব।’

এর আগে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।’

তিনি আরও বলেন, ‘মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে হতাহতের ঘটনা ঘটে। পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।