ডেস্ক রিপোর্ট: ভারতের মধ্যপ্রদেশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে উড়োজাহাজটির দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে ‘মিরাজ- ২০০০’ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বরাতে এ খবর জানায় হিন্দুস্তান টাইমস।
আইএএফ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে ‘মিরাজ- ২০০০’ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
আইএএফ আরও বলেছে, নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে যুদ্ধবিমানটিকে থাকা দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
গোয়ালিয়রের পুলিশের মহাপরিদর্শক (আইজি) অরবিন্দ সাক্সেনা বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নারওয়ার তহসিলের সুনারি চৌকির কাছে টুইন-সিটের মিরাজ ২০০০ বিমানটি বিধ্বস্ত হয়। গোয়ালিয়রের মহারাজপুরা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে পাইলটদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত ডিসেম্বরে লোকসভায় পেশ করা একটি প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭-২০২২ সালের মধ্যে ৩৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে।