ডেস্ক রিপোর্ট: ভারতের কেরালা রাজ্যে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবার ২৪ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা সোমবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
গত জুলাই মাসে ১৪ বছর বয়সী এক কিশোর মারা যাওয়ার পর এই বছর কেরালার মালাপ্পুরমে নিপাহ সংক্রমণে এটি দ্বিতীয় মৃত্যু।
দেশটিতে কেরালায় গত জুলাই থেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এটি দ্বিতীয় মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহকে অগ্রাধিকারের প্যাথোজেন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে, কারণ এটি একটি মহামারী সৃষ্টির আশঙ্কা দেখাচ্ছে। নিপাহ সংক্রমণ প্রতিরোধ করার জন্য কোনও ভ্যাকসিন নেই। নিরাময়ের জন্য নেই কোনও চিকিৎসাও।
২০১৮ সালে কেরালায় প্রথম নিপাহ ভাইরাসের উপস্থিতি সম্পর্কে জানা যায়, তখন এই ভাইরাসে কেরালায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়।
উল্লেখ্য, বিশ্বব্যাপী এই ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কেরালা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। নিপাহ ভাইরাস বাদুড় এবং শূকরের মতো প্রাণী থেকে ছড়ায়। মানুষের জন্য এই ভাইরাস প্রাণঘাতী। খবর রয়টার্স

Discussion about this post