Print Date & Time : 20 April 2025 Sunday 10:22 pm

ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট: ভারতের তামিল নাড়ুর ত্রিভাল্লুর বিভাগে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে একটি যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয়।

শুক্রবার এই ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।

এতে বলা হয়, সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনের অন্তত ১৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এছাড়া ট্রেনটির পার্সেলের বগিতে আগুন ধরে যায়।

ভারতীয় রেলওয়ে এক বিবৃতিতে পরবর্তীতে জানায়, কাভারাইপেত্তাই স্টেশনে প্রবেশের সময় যাত্রীবহী ট্রেনের ক্রুরা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। ওই সময় ট্রেনটি সিগন্যাল অনুযায়ী মেইন লাইন দিয়ে না গিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে। ট্রেনটি লুপ লাইনে ৭৫ কিলোমিটার গতিতে ঢুকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে।

রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা দিলিপ কুমার জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেনের ৯৫ শতাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা আরও জানিয়েছেন, আহতদের পর্যাপ্ত চিকিৎসা এবং অন্যান্য যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।