Print Date & Time : 6 August 2025 Wednesday 12:10 pm

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১

ডেস্ক রিপোর্ট: ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯১ জনে পৌঁছেছে।

গতকাল সর্বোচ্চ ১৫৮ জন আক্রান্তের রেকর্ড করা হয়েছে গুজরাটে। অপরদিকে কর্ণাটকে ৫৭, পশ্চিমবঙ্গে ৫৪, দিল্লিতে ৪২ এবং তামিলনাড়ুতে ২৫ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার ভারতের স্বাস্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়। সেখানে বর্তমান সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। অপরদিকে গুজরাটে এ সংখ্যা ৯৮০ জন, পশ্চিমবঙ্গে ৭৪৭ জন, দিল্লিতে ৭২৮ জন কর্ণাটকে ৪২৩ জন এবং মহারাষ্ট্রে ৬০৭ জন।

করোনার সংক্রমণ বাড়ায় ভারতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকেই হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি খারাপ হলে কী করা হবে তারও মহড়া দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা অতটা অসুস্থ হননি। আক্রান্তের বেশিরভাগ বাড়িতে থেকেই সুস্থ হচ্ছেন।

তা সত্ত্বেও সব রাজ্যকে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় ছয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। কিন্তু আজকের আপডেটে কারও মৃত্যুর কথা উল্লেখ করা হয়নি।