ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের অন্তত ৯ স্থানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার রাতের এ হামলায় হতাহত হয়েছেন বহু পাকিস্তানি। ভারতের দাবি, পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এর মাধ্যমে পারমাণবিক ক্ষমতাধর দুদেশের মধ্যে সম্মুখ যুদ্ধ লাগার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
নিজেদের ভূখণ্ডে ভারতের এ হামলাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। একইসঙ্গে পাঁচ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করছে তারা। এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলছে, ‘এর জবাব ভারতকে দেওয়া হবে।’
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায় ২৬ পর্যটক। এ হামলায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে আসছে দিল্লি। এর জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘পহেলগাঁও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমরা এ প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
পাকিস্তানে চালানো হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নামে আখ্যা দিয়েছে ভারত। তাদের এ হামলায় ২৬ বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লে. জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
তিনি বলেন, ‘বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।’
বুধবার এক সংবাদ সম্মেলনে লে. জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘পাকিস্তান ভূখণ্ডের ছয় পৃথক স্থানে আকাশপথে ২৪টি হামলা চালিয়েছে ভারত। ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সি দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া সেখানে ৩৭ জন আহত হয়েছে, যার মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।’
এই সামরিক মুখপাত্র বলেন, মুজাফ্ফারবাদের বিলাল মসজিদে হামলায় তিনজন হতাহত হয়েছে। এর মধ্যে দুজন শিশু রয়েছে। কোটলির আব্বাস মসজিদে হামলায় দুই কিশোর-কিশোরী শহীদ হয়েছে। সেখানে মা ও মেয়ে আহত হয়েছে।’

Discussion about this post