Print Date & Time : 10 May 2025 Saturday 8:04 am

ভারতের জম্মুতে ব্ল্যাকআউট ও বিস্ফোরণ, ড্রোন হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভারত-শাসিত কাশ্মীরের জম্মু শহরে আজ শুক্রবার রাতে ব্ল্যাকআউটের পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে লাল আলো ও বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর আল-জাজিরা

জম্মুর বাসিন্দা রাশুল সিং ওবেরহ আল-জাজিরাকে জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় ১৫ থেকে ৩০ মিনিট পর ড্রোন হামলা শুরু হয়। তিনি বলেন, আমি আমার কর্মস্থলে ছিলাম। এমন সময় আকাশে লাল আলো ও বিস্ফোরণ দেখতে পাই।

এছাড়া জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানান, জম্মুতে এখন ব্ল্যাকআউট চলছে। শহরের বিভিন্ন স্থানে সাইরেন বাজছে।

পরে তিনি আরেকটি পোস্টে লেখেন, আমি যেখানে আছি, সেখান থেকে ভারী কামানের গোলার শব্দ শোনা যাচ্ছে।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তৎপরতা শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ হামলার ব্যাপারে এখনো পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।