Print Date & Time : 21 April 2025 Monday 6:33 pm

ভারতের কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৪৪

ডেস্ক রিপোর্ট: ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। বেড়েছে নিখোঁজ মানুষের সংখ্যাও। পঞ্চমদিনের মতো চলছে উদ্ধারকাজ। দেশটির একাধিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করে কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও আড়াইশ’র বেশি মানুষ নিখোঁজ। এরমধ্যে নারী ও শিশু রয়েছে শতাধিক।

দুর্গত এলাকায় নিখোঁজদের উদ্ধারে সেনা-নৌ’সহ বিভিন্ন বাহিনীর ১৬শ’ সদস্য কাজ করছে। তবে, ভারি বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

প্রসঙ্গত, গত সোমবার (২৯ জুলাই) মধ্যরাতে রাজ্যের ওয়াইনাড় জেলায় ভারী বৃষ্টির কারণে হয় পাহাড়ি ঢল। তাতে দেখা দেয় ব্যাপক ভূমিধস। ঘুমন্ত গ্রামবাসীর ওপর নেমে আসে বিপর্যয়। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা।