ডেস্ক রিপোর্ট: বুলগেরিয়ান রহস্যময়ী অন্ধ নারী বাবা ভাঙ্গা এখন আর বেঁচে নেই। ১৯৯৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। পৃথিবীতে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করে গেছেন তিনি। এর অনেকগুলো সত্যে পরিণত হয়েছে। যেমন- ৯/১১ হামালা, প্রিন্স ডায়নার মৃত্যু, চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণ এবং ব্রেক্সিট ইস্যু।
তার ভবিষ্যদ্বাণীগুলো অদ্ভুতভাবে মিলে যায় বিভিন্ন সময়ে। তাই এ নিয়ে সকলের আগ্রহেরও শেষ নেই। ১৯৯০ সালে এক ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেন, ১৯৯৬ সালের ১১ আগস্ট তিনি মারা যাবেন। আর সবাইকে হতবাক করে দিয়ে ঠিক সেদিনই তার মৃত্যু হয়।
সবাইকে অবাক করে দিয়ে ২০২৫ সাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাবা ভাঙ্গার দুটি ভয়ংকর ভবিষ্যদ্বাণী একে একে সত্য হয়েছে। এই বছরটির প্রথম ৯ দিনেই তার পূর্বাভাসের অনেক কিছুই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে, সবার মনেই এক ধরনের চাপা ভয় ও আশঙ্কা কাজ করছে সৃষ্টি হয়েছে।
দেখে নেওয়া যাক ২০২৫ সালের বাবার ভবিষ্যৎবাণীগুলির মধ্যে কী কী ঘটেছে আর সামনের দিনগুলো নিয়ে তিনি কী বলে গিয়েছেন।
বাবা ভাঙ্গার প্রথম ভবিষ্যদ্বাণী: ভাইরাস ও নতুন রোগের প্রাদুর্ভাব
বাবা ভাঙ্গা ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৫ সালের শুরুর দিকে পৃথিবী একটি ভয়ংকর ভাইরাসের শিকার হবে, যা দ্রুত ছড়াবে এবং বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করবে। নতুন প্লেগ নামে অভিহিত করেছিলেন তিনি একে।
২০২৫ সালে চায়না থেকে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ছড়াতে শুরু করেছে, যা বিশ্বব্যাপী অস্বস্তিকর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে, ভাইরাসটির প্রকোপ বেড়ে চলেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভাইরাসকে নজরদারিতে রেখেছে।
বাবা ভাঙ্গার দ্বিতীয় ভবিষ্যৎবাণী: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে উঠবে বিশ্ব
বাবা ভাঙ্গা আরও বলেছিলেন যে, ২০২৫ সালে পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে। আর বছরের শুরুতেই তিব্বতে ভয়ংকর ভূমিকম্প হয়েছে। আর এর পরপর লস অ্যাঞ্জেলস ও ক্যালিফোর্নিয়াতে স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী দাবানল চলছে। এদিকে ইতিহাসে নজিরবিহীন বন্যায় কবলিত হয়েছে সৌদি আরবের মক্কা ও মদিনা। এই প্রাকৃতিক বিপর্যয়গুলো বাবা ভাঙ্গার পূর্বাভাসের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে।
২০২৫ সাল নিয়ে আরও যা যা বলেছেন বাবা ভাঙ্গা
বাবা ভাঙ্গা আরও বলেছিলেন যে, ২০২৫ সালে ইউরোপে একটি ভয়ংকর যুদ্ধ হবে। এই যুদ্ধ বিপুল ক্ষয়ক্ষতি সাধন করবে, প্রচুর প্রাণহানি ঘটাবে। তাঁর বয়ানে, বিশ্বের কোথাও না কোথাও যুদ্ধের আগুন জ্বলতে থাকবে। এবং সেই আগুন এখনও জ্বলতে শুরু করেছে। কিছু অঞ্চলে যুদ্ধ চলছে। সামনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আরও বড় আকারে যুদ্ধের আশঙ্কা রয়েছে।
শুধু এগুলোই নয়, বাবা ভাঙ্গা আরও বলেছিলেন, ইউরোপে ভয়ংকর যুদ্ধ হবে এবং এতে ভ্লাদিমির পুতিনের গৌরব অক্ষুণ্ণ থাকবে। আরেকটি ইতিবাচক কথা বলেছিলেন তিনি ২০২৫ সাল নিয়ে। তা হলো, প্রযুক্তির অগ্রগতিতে নতুন যুগের সূচনা করবে মানুষ এ বছর।
বাবা ভাঙ্গা আরও পূর্বাভাস দিয়েছিলেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর হিমবাহ আর মেরুবরফ গলে যাবে। এর ফলে সমুদ্র উথলে উঠবে এবং পৃথিবীর বহু অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে। তিনি আরও বলেন এর ফলে বিপুল সংখ্যক মানুষ তাদের ঘরবাড়ি হারাবে এবং বিশ্বের অনেক জায়গা হারিয়ে যাবে।
এবার দেখার পালা আসলেই আলোচিত এই জ্যোতিষীর কথাগুলো সত্য হয় কি না।
খবর : দ্য ইকোনমিক টাইমস
প্রিন্ট করুন
Discussion about this post