ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বৈঠকে ট্রাম্প বলেন, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন ও রাশিয়া উভয়ের সঙ্গে কাজ করবেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। তখন তাদের সামনে নিজের ‘জয়ের পরিকল্পনা’ তুলে ধরেন তিনি। জেলেনস্কির বিশ্বাস, এই পরিকল্পনার মাধ্যমে রাশিয়াকে চাপে ফেলে সংকটের কূটনৈতিক সমাধান করা সম্ভব।
এই বৈঠকের পর এদিন একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা খুবই ন্যাক্কারজনক। এত এত মৃত্যু, এত বেশি ধ্বংসযজ্ঞ খুবই ভয়ানক।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে নিজের সক্ষমতার ওপর অগাধ বিশ্বাস ট্রাম্পের। এর আগেও একাধিকবার তিনি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে ‘দ্রুত’ একটি ‘চুক্তি সম্পন্ন করানোর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম তিনি।
ট্রাম্প কীভাবে এ অসাধ্য সাধন করতে পারবেন তা জানতে চাইলে জবাবে মার্কিন এই ধনকুবের বলেন, ‘পরিকল্পনা বিষয়ে আগেই কিছু বলতে চাই না আমি।’