Print Date & Time : 10 September 2025 Wednesday 9:57 pm

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসার চিকিৎসার আপডেট জানালেন

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন বলে জানিয়েছেন কেট। বলেছেন, এ বছরটা তার জন্য ‘অবিশ্বাস্য রকমের’ কঠিন ছিল।

কেট মিডলটনের ‘অতি ব্যক্তিগত’ একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। ওই ভিডিওতে কেট এ কথা বলেন।

চলতি বছরের মার্চে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। তার পর থেকে বিশেষ উপলক্ষ ছাড়া জনসম্মুখে দেখা যায়নি তাকে।

জানুয়ারিতে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সেই সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।

তারও আগে থেকে কেটকে প্রকাশ্য কোনো আয়োজনে দেখা যায়নি। কেটের অসুস্থতা ও প্রকাশ্যে না আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

যদিও কেটের সেরে ওঠা নিয়ে সাম্প্রতিক ভিডিওতে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। তবে এটাও বলা হয়েছে, এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি। কেনসিংটন প্রাসাদ বলেছে, কেট ক্যানসারমুক্ত হয়েছেন কি না, এমনটা এ পর্যায়ে বলা সম্ভব নয়।

কেট বলেন, ‘গ্রীষ্মের শেষের দিকে এসে আমি আপনাদের এটা বলতে পারব না যে অবশেষে আমার কেমোথেরাপির চিকিৎসা শেষ করাটা কতটা স্বস্তির বিষয়।’ এ সময় তাকে পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটতে ও গাড়ি চালাতে দেখা যায়।

ক্যানসার মোকাবিলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভিডিওতে কেট বলেন, এ অভিজ্ঞতা বেশ জটিল, ভীতিকর আর অপ্রত্যাশিত।
গত মাসে নরফোকে এই ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে কেট জানান, ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন।