Print Date & Time : 14 May 2025 Wednesday 9:30 pm

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বাড়িতে আগুন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি, দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোররাতে লন্ডনের উত্তরের কেন্টিশ টাউনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসায় আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এরপর এই ঘটনাটিকে কেন্দ্র করে ২১ বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার।

এই ধরনের হামলা যুক্তরাজ্যের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিরল নয়, তবে প্রধানমন্ত্রীর সম্পত্তি লক্ষ্য করে ঘটনাটি উদ্বেগ বাড়িয়েছে। ইতোমধ্যে, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালাচ্ছে।

প্রসঙ্গত, গত জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগপর্যন্ত কিয়ার স্টারমার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওই টেরেসড হাউজে বসবাস করতেন। পরে তিনি ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাসভবনে উঠেন।

ঘটনার পর স্টারমারের একজন মুখপাত্র জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।