Print Date & Time : 11 August 2025 Monday 7:37 am

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসোতে শুক্রবার গভীর রাতে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১১ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। টোল রোড অপারেটর এবং ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

নোভা রোটা ডো ওয়েস্তে ফার্ম এবং হাইওয়ে পুলিশ পৃথক বিবৃতিতে জানিয়েছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর, ২৬ জনের অবস্থা মাঝারি এবং আটজনের সামান্য আঘাত রয়েছে।

প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে, লুকাস ডো রিও ভার্দে শহরের কাছে তুলা বীজ পরিবহনকারী একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ জানতে পারে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়। কিন্তু তার আগেই ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।