Print Date & Time : 21 July 2025 Monday 9:12 pm

ব্রাজিলে বিমান দুর্ঘটনার কারণ খুঁজছে কর্তৃপক্ষ, ৩ দিনের শোক ঘোষণা

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের সাও পাওলো রাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬১ আরোহীর প্রাণহানির ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন। নিজের এক্স অ্যাকাউন্টে এ ঘোষণা দেন লুলা।

সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিসিও ডি ফ্রেইটাস তিন দিনের শোক ঘোষণা করেছে।খবর সিএনএন

এদিকে, ভিনহেদো শহরে শুক্রবার বিধ্বস্ত হওয়া বিমানটির ৫৭ আরোহীর সবার ব্রাজিলের নাগরিকত্বের নথি পাওয়ার কথা জানিয়েছেন ভোপাস এয়ারলাইন্সের কর্মকর্তারা।

তবে ভোপাসের প্রধান নির্বাহী কর্মকর্তা এদুয়ার্দো বুশ এবং পরিচালক মার্সেল মৌরা জানিয়েছেন, কোনো যাত্রীর দ্বৈত নাগরিকত্ব ছিল কিনা তা এখনও পরিষ্কার নয়।তবে উড়োজাহাজটি কেন বিধ্বস্ত হলো, তার কোনো কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন এদুয়ার্দো বুশ।

“ক্রু সবাই দক্ষ ছিল। কী ঘটেছে, তা বোঝার জন্য আমরা পাইলট এবং কন্ট্রোল টাওয়ারের মধ্যে সমস্ত যোগাযোগের তথ্য জানার অপেক্ষায় আছি।”

বুশ বলেছেন, বিমানটিতে দুটি ব্ল্যাক বক্স রয়েছে এবং সেগুলোতে থাকা উড়োজাহাজটির উড্ড্য়নের তথ্য বিশ্লেষণ করার মতো উপযুক্ত দুটি পরীক্ষাগারও রয়েছে।

তিনি বলেন, “রেকর্ডার থেকে তথ্য পুনরুদ্ধার করা সম্ভব। তবে দুর্ঘটনার তীব্রতা ক্ষতিগ্রস্ত রেকর্ডার থেকে তথ্য উদ্ধার অসম্ভবও করে তোলে।”

তবে দুর্ঘটনার কারণ উদঘাটনে বিদেশি কোনো সংস্থার সাহয্য নেওয়া হতে পারে বলে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ব্রাজিলের সাও পাওলো রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ সরানোর কাজ শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মৃতদেহগুলো কেন্দ্রীয় ফরেনসিক মেডিকেল ইনস্টিটিউটে পাঠানো হবে।

সাও পাওলোর নিরাপত্তা সচিব গুইলহার্মে দেরাইত বলেছেন, একটি মেডিকেল টিম ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহ শনাক্ত করতে কাজ করছে। তবে কয়েকটি মরদেহ পুড়ে এমনভাবে বিকৃত হয়ে গেছে যে, তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

কর্মকর্তারা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, শিগগিরই যাত্রীদের নাম প্রকাশ করা হবে।

পরবর্তীতে মৃতদেহগুলো শনাক্ত করতে পরিবারগুলোকে অবশ্যই নিহতদের কোনো মেডিকেল ডকুমেন্টেশন সেন্ট্রাল ফরেনসিক মেডিকেল ইনস্টিটিউটে উপস্থাপন করতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, সাও পাওলো রাজ্যের সিভিল ডিফেন্সের একটি দলও দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে।