Print Date & Time : 27 July 2025 Sunday 9:35 am

ব্রাজিলে দাবানলে পুড়েছে ইতালির আয়তনের চেয়ে বড় এলাকা

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালে ব্রাজিলে দাবানলে মোট ৩০.৮ মিলিয়ন হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। এটি ইতালির মোট আয়তনের চেয়েও বেশি।

বুধবার (২২ জানুয়ারি) এক পর্যবেক্ষণ সংস্থা প্ল্যাটফর্ম ম্যাপবায়োমাসের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালে ব্রাজিলে প্রায় ৩০.৮ মিলিয়ন হেক্টর গাছপালা পুড়ে গেছে, যা ২০২৩ সালের তুলনায় ৭৯ শতাংশ বেশি। দক্ষিণ আমেরিকায় এ বছর ৩,৪৬,০০০-এরও বেশি অগ্নিকাণ্ডের স্থান রেকর্ড করা হয়েছে, যা ২০০৭ সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ব্রাজিল ও বলিভিয়ায় হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন রয়েছে। চরম আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করছে তারা। আগুনের ধোঁয়া আকাশকে অন্ধকার করে দিচ্ছে মাঝে মাঝেই। সাও পাওলো এবং লা পাজের মতো শহরগুলোতে বাতাসের মানও খারাপ হচ্ছে।

প্ল্যাটফর্ম ম্যাপবায়োমাসের তথ্যমতে অস্বাভাবিক গরম এবং শুষ্ক আবহাওয়া দাবানলের তীব্রতা ৪০ শতাংশ বাড়াতে ভূমিকা রেখেছে। এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরণ পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা এবং বন উজাড়ের ফলে আর্দ্রতা কমা – এ সবই ব্রাজিলের ‘ব্যতিক্রমী খরা’র প্রভাব। দেশটি খরার তালিকায় শীর্ষে রয়েছে এবং ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরা সেখানে দেখা দিচ্ছে।