ডেস্ক রিপোর্ট: শুধু স্কুল, কলেজ বা হাসপাতালেই নয়, বেছে বেছে মসজিদগুলোতেও হামলা চালিয়েছে ভারত। ইতোমধ্যেই বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করে দিয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, এই হামলাগুলো ভারতের পক্ষ থেকে ধর্মীয় অবমাননার জঘন্য নিদর্শন এবং এটি নিরীহ মুসলিমদের ওপর ইচ্ছাকৃত আঘাত।
ভারতের হামলায় মুজাফফরাবাদের মসজিদ বিলাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় একজন মেয়ে আহত হয়েছে। এছাড়া আহমেদপুর সুবহান মসজিদ এবং কোটলির আব্বাস মসজিদেও আঘাত হেনেছে দেশটি। এ হামলায় দুজন মুসল্লি শহিদ হয়েছেন। মুরিদকেতের একটি মসজিদেও গুলি চালানো হয়েছে।
এদিকে আজাদ কাশ্মীরে ভারতের বর্বর ও উদ্দেশ্যপ্রণোদিত হামলায় একটি নিষ্পাপ শিশু নিহত হয়েছে। শহিদ শিশুটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল জহির আব্বাস তুরির পুত্র। যার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশজুড়ে।
পাকিস্তানের সামরিক বাহিনীর আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেছেন, ভারতের হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। ভারতের সাম্প্র্রতিক হামলায় আজাদ কাশ্মীরে নীলম-ঝেলম বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জেনারেল চৌধুরী আরও বলেছেন, এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং একটি কৌশলগত সম্পদ। যার ওপর হামলা মানে পাকিস্তানের সার্বভৌমত্ব ও নাগরিক জীবনের ওপর সরাসরি হুমকি। এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই সাংস্কৃতিক অঙ্গনে দেশের প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা শান শাহিদ।
তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের অটল অবস্থান তুলে ধরে বলছেন, পাকিস্তানি শিল্পীদের ভারতের সঙ্গে কাজ করা উচিত নয়। তিনি জানিয়েছেন, আত্মমর্যাদা ও দেশের সম্মান কোনো অর্থ বা বিদেশি খ্যাতির বিনিময়ে বিসর্জন দেওয়া যায় না।

Discussion about this post