Print Date & Time : 11 August 2025 Monday 6:36 am

বিশ্বের প্রথম মানবিক রোবটের চিত্রকর্মের দাম ১.০৮ মিলিয়ন ডলার!

ডেস্ক রিপোর্ট: এআই-ডা নামে বিশ্বের প্রথম আল্ট্রা-রিয়েলিস্টিক মানবিক রোবট শিল্পীর আঁকা শিল্পকর্মটি অবশেষে ১.০৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) লন্ডনের সোথেবির ডিজিটাল আর্ট সেলে এটি নিলামে বিক্রি হয়।

চিত্রকর্মটি মূলত ‘এআই গড’ খ্যাত ইংরেজ গণিতবিদ অ্যালান টুরিংয়ের একটি প্রতিকৃতি। যেটির মূল্য বিক্রয়ের আগে যেমনটা অনুমান করা হয়েছিল, তার তুলনায় অনেক বেশি মূল্যে বিক্রি হয়েছে বলে জানা গেছে।

এই শিল্পকর্মটি এআই প্রযুক্তি এবং বিশ্বব্যাপী শিল্প বাজারের মেলবন্ধনকে চিহ্নিত করছে। এ বিষয়ে সোথেবির পক্ষ থেকে বলা হয়, এটি আধুনিক ও সমসাময়িক শিল্প ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।

এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তির সাহায্যে কথা বলতে সক্ষম রোবট এআই-ডার ভাষ্য, ‘আমার কাজের আসল মূল্য হলো এটি উদীয়মান প্রযুক্তি নিয়ে সংলাপের সূচনা করতে সক্ষম’।

এই প্রতিকৃতি দর্শনার্থীদের এআই প্রযুক্তি এবং কম্পিউটিংয়ের ‘ঈশ্বর-সদৃশ’ স্বরূপ এবং তার সঙ্গে উদ্ভূত নৈতিক ও সামাজিক প্রভাবগুলোর বিষয়ে ভাবতে উদ্বুদ্ধ করেছে বলেও উল্লেখ করেছে এআই-ডা।

এআই-ডা রোবটটি আধুনিক ও সমসাময়িক শিল্পের বিশেষজ্ঞ এইডান মিলারের উদ্যোগে অক্সফোর্ড ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের দ্বারা তৈরি হয়।

এ নিয়ে মিলার বলেন, ‘বিশ্বের সেরা শিল্পীরা তাদের সময়ের সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন এবং প্রযুক্তির অনন্য প্রতিনিধি হিসেবে এআই-ডা বর্তমান সময়ের প্রযুক্তিগত অগ্রগতিগুলো নিয়ে সংলাপ শুরু করার জন্য উপযুক্ত’।

টুরিংয়ের প্রতিকৃতিটি তৈরির জন্য এআই-ডা রোবটকে নির্দিষ্ট স্টাইল, রঙ এবং টেক্সচারের নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সে চোখের ক্যামেরার সাহায্যে টুরিংয়ের ছবি দেখে এই চিত্রকর্মটি তৈরি করে।

এ বিষয়ে মিলার জানান, টুরিং তার সময়েই এআই-এর ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এআই-ডা রোবটের কাজগুলো ‘সুন্দর ও অশরীরী’। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি আমাদের কোথায় নিয়ে যাবে তা নিয়েও প্রশ্ন তুলে ধরছে।খবর : এনডিটিভি