Print Date & Time : 21 April 2025 Monday 5:46 am

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারে উল্লেখযোগ্য হারে কমেছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১৫ অক্টোবর) জ্বালানি তেলের দাম কমেছে চার শতাংশের বেশি। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৩৩ ডলার বা ৪ দশমিক ৫ শতাংশ কমে ৭০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২৮ ডলার বা ৪ দশমিক ২ শতাংশ কমে ৭৪ দশমিক ১৮ ডলার হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, দুর্বল চাহিদার পূর্বাভাস ও ইরানের তেল স্থাপনায় ইসরায়েল হামলা করবে না এমন ঘোষণায়।

গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। এরপ থেকেই হামলার প্রতিশোধ নিতে দেশটির তেল ও পারমাণবিক স্থাপনায় হামলার কথা জানিয়ে আসছিল ইসরায়েল। এতে তেলখাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে তেলের দাম বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরণের হামলা থেকে বিরত থাকতে বলেন ইসরায়েলকে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনা চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে।

সবশেষ ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল ইরানের তেল অথবা পারমাণবিক স্থাপনায় নয়, বরং সামরিক স্থাপনায় হামলা চালাতে চায়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৩৩ ডলার বা ৪ দশমিক ৫ শতাংশ কমে ৭০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২৮ ডলার বা ৪ দশমিক ২ শতাংশ কমে ৭৪ দশমিক ১৮ ডলার হয়েছে।