ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে ১৭ অগাস্ট বিক্ষোভের ডাক দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী জোট। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীরা তাদের জয়ের দাবির সমর্থনে এই বিক্ষোভ করার ডাক দিয়েছে।
ভেনেজুয়েলায় গতমাসের শেষের দিকে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে সরকার-নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে মাদুরো টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন।
ওদিকে, নির্বাচনে বিরোধীরা পাল্টা নিজেদের জয়ী দাবি করে। নির্বাচনের ফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিরোধীরা দাবি করে, মাদুরোর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ।
তিনিই সত্যিকারের জয় পেয়েছেন দাবি করে জনসমক্ষে ভোটের পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান প্রকাশের দাবি জানিয়ে আসছেন বিরোধীরা। তাদের এই আহ্বানে সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ।
এমন পটরিস্থিতির মধ্যেই বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, নির্বাচনে তার বিরোধীদলের জয় দাবির সমর্থনে শনিবার (১৭ অগাস্ট) বিশ্বব্যাপী ভেনেজুয়েলার নাগরিকদের ‘রাস্তায় নেমে’ বিক্ষোভ দেখানো উচিত।
মারিয়া বলেন, “চলুন, একসঙ্গে আওয়াজ তুলি, যাতে গোটা বিশ্ব আমাদের জয়কে সমর্থন করে। সত্য ও জনপ্রিয় সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।”
ভেনেজুয়েলায় নির্বাচনের ফল নিয়ে বিতের্কর পর থেকে হাজার হাজার বিক্ষোভকারী দেশটির রাস্তায় নেমে বিক্ষোভ করে আসছে। অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশেও দেখা যাচ্ছে একই চিত্র।

Discussion about this post