Print Date & Time : 14 September 2025 Sunday 12:46 am

বিল ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মনিকা

ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউস ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম কুখ্যাত রাজনৈতিক কেলেঙ্কারির সঙ্গে আজও জড়িয়ে আছে মনিকা লিউইনস্কির নাম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যা নিয়েই এবার মুখ খুলেছেন মনিকা।

সম্প্রতি অ্যালেক্স কুপারের ‘কল হার ড্যাডি’ পডকাস্টে অংশ নেন বিল ক্লিনটনের সময় হোয়াইট হাউসে ইন্টার্ন হিসেবে কাজ করা মনিকা। আর সেই সময়ে ক্লিনটনের সঙ্গে তার কেলেঙ্কারির বিষয়টিও সামনে আনেন তিনি। যার জন্য ক্লিনটনের সে সময় পদত্যাগ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৯৯৮ সালে ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ ইন্টার্ন হিসেবে কাজ করা ২২ বছর বয়সি মনিকার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছেন তিনি। সে সময় ক্লিনটনের বয়স ছিল ৪৯ বছর। সেই অভিযোগ নিয়েই দীর্ঘদিন পর মুখ খুলেছেন মনিকা।

প্রেসিডেন্টের অফিসে যৌন কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসার পর কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যেত এমন প্রশ্নে মনিকা বলেন, ‘আমি মনে করি এরকম পরিস্থিতি সামাল দেওয়ার সঠিক উপায় হলো সম্ভবত সত্যটা বলা যে এটা কারো বিষয় নয় এবং পদত্যাগ করা। অথবা অফিসে থাকার এমন একটি উপায় খুঁজে বের করা যা মিথ্যা না বলে সম্ভব।’

মনিকা আরও বলেন, ‘এটি সত্যিই জটিল কারণ আপনি এমন সমস্যা এবং পরিস্থিতি সম্পর্কে কথা বলছেন যেখানে অনেক লোক প্রভাবিত হয়।’

মনিকা অবশ্য এর জন্য নিজেরও দায় দেখেন। নিজের ভুল স্বীকার করেছেন। তবে, তিনি এর জন্য বিল ক্লিনটনের ত্রুটিগুলিকে ‘অধিক নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।

তার মতে, ক্লিনটনের সাথে তার সম্পর্ক ‘যৌন নিপীড়ন’ ছিল না কারণ এতে সম্মতি ছিল তার। তবে তিনি এটাও বলেছেন, এটি ক্লিনটনের ‘দায়িত্ব’ যে তাকে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে সেই অবস্থানে না নিয়ে আসা।

অবশ্য যৌন কেলেঙ্কারির বিষয়টি প্রথমদিকে অস্বীকার করেছিলেন ক্লিনটন। পরে যদিও বিষয়টি স্বীকার করেছেন। যা নিয়ে মনিকা বলেন, ‘এটা আগুন ধরানোর মতো মনে হয়েছিল। আমাকে বড় ধাক্কা দিয়েছিল। এটি আমার প্রজন্মের নারীদের বিশ্ব মঞ্চে একজন তরুণীকে স্তম্ভিত হতে দেখা – আমার যৌনতার জন্য, আমার ভুলের জন্য, আমার সবকিছুর জন্য ছিন্নভিন্ন হতে দেখার মতো। তবে আমি ভাগ্যবান যে আমার সত্যিকারের একটি স্ট্র্যান্ড ধরে রাখতে পেরেছি।’