Print Date & Time : 31 July 2025 Thursday 12:09 pm

বিমান ছিনতাইয়ের চেষ্টা, যাত্রীর গুলিতে নিহত যুবক

ডেস্ক রিপোর্ট: বেলিজে ট্রপিক এয়ারের একটি ছোট বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন এক ছুরিধারী মার্কিন নাগরিক। তাকে বাধা দিতে আসলে তিনজন আহত হন। পরে আরেক যাত্রী তাকে গুলি করলে তিনি মারা যান। কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট এমন তথ্য জানিয়েছে।

সান পেড্রোগামী একটি ফ্লাইটের মাঝ আকাশে এই ঘটনা ঘটেছে। ৪৯ বছর বয়সি সন্দেহভাজন ওই ব্যক্তি ছুরি দিয়ে যাত্রীদের ওপর প্রথমে আক্রমণ শুরু করেছিলেন।

বেলিজের পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস জানান, হামলাকারী একজন আমেরিকান নাগরিক। তার নাম আকিনিয়েলা সাওয়া টেলর বলে শনাক্ত করা গেছে।
কমিশনার উইলিয়ামস, ছিনতাইয়ে বাধা দেওয়া ও টেলরকে গুলি করা যাত্রীর প্রশংসা করেন এবং তাকে ‘নায়ক’ বলে অভিহিত করেন।

টেলর কীভাবে বিমানে ছুরি আনতে সক্ষম হয়েছেন তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনার চলমান তদন্তে সহায়তার জন্য বেলিজের কর্মকর্তারা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন।