Print Date & Time : 11 July 2025 Friday 12:31 pm

বিদেশিদের সুখবর দিল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দার কিছু নির্দিষ্ট এলাকায় বিদেশিরা এখন থেকে সম্পত্তি কেনার অনুমতি পাবেন। দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে বিদেশি বিনিয়োগ আনার পরিকল্পনার অংশ হিসাবে সৌদিতে নতুন এ আইন অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

রিয়াদ ও জেদ্দার পাশাপাশি পবিত্র নগরী মক্কা ও মদিনায়ও বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ রয়েছে। তবে এ জন্য বিদেশিদের কিছু শর্ত পূরণ করতে হবে। আইনটি অনুমোদনের পর থেকে সৌদির রিয়েল এস্টেট বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি শেয়ারবাজারে কিছু কোম্পানির শেয়ারের দামও বেড়ে গেছে। তবে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি শিগগিরই এই আইনের প্রয়োগ ও বিস্তারিত নিয়মকানুন প্রকাশ করবে। নতুন আইনটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের রিয়েল এস্টেট ও পর্যটন খাতে দুটি লক্ষ রয়েছে। একদিকে, তারা চায় যেন ধনী ও মধ্যবিত্ত সৌদি নাগরিকরা বিদেশে না গিয়ে নিজেদের দেশে বিনিয়োগ ও খরচ করে। অন্যদিকে, বিদেশিদের কাছ থেকেও বিনিয়োগ আকর্ষণ করতে চায়- যারা ওমান, কাতার বা দুবাইয়ের মতো উপসাগরীয় দেশগুলোতে বাংলো বাড়ি বা দ্বিতীয় বাড়ি কিনতে আগ্রহী।