ডেস্ক রিপোর্ট: বেশির ভাগ গ্রহে অক্সিজেনের বদলে কার্বন ডাই–অক্সাইডসহ বিভিন্ন গ্যাসের আধিক্য থাকায় সেখানে প্রাণের সন্ধান পাওয়া বেশ কঠিন। শুধু তা–ই নয়, অক্সিজেন না থাকার কারণে মানুষের পক্ষে সেসব গ্রহে টিকে থাকা সম্ভব নয়। তবে এবার বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই-অক্সাইড কাজে লাগিয়ে অক্সিজেন তৈরির নতুন কৌশল খুঁজে পেয়েছেন চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল বিজ্ঞানী। এই কৌশল বহির্জাগতিক জীবনের সন্ধানপদ্ধতিকে পরিবর্তন করবে বলে ধারণা করছেন তাঁরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, আণবিক অক্সিজেন উত্পাদনের জন্য অনেক গ্রহের বায়ুমণ্ডলে কোনো জৈবিক প্রক্রিয়ার প্রয়োজন হয় না। এর ফলে বিভিন্ন গ্রহে হিলিয়াম আয়ন ও কার্বন ডাই–অক্সাইডের মধ্যে প্রতিক্রিয়ার ফলে আণবিক অক্সিজেন তৈরি করা সম্ভব। এই কৌশল কাজে লাগিয়ে গবেষণাগারে হিলিয়াম আয়ন ও কার্বন ডাই–অক্সাইডের মধ্যে প্রতিক্রিয়ার বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কার্বন ডাই–অক্সাইড ও সৌরবায়ুর কারণে সৃষ্ঠ হিলিয়াম আয়ন ব্যবহার করে অক্সিজেন তৈরি করা সম্ভব।
যুক্তরাজ্যের হল বিশ্ববিদ্যালয়ের আণবিক পদার্থবিদ ডেভিড বেনোইট বলেন, নতুন এই কৌশল বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেনের গঠন শনাক্তের ক্ষেত্রে নতুন পথ দেখাচ্ছে। দূরবর্তী গ্রহে আণবিক অক্সিজেনের কার্যকর উত্স হিসেবে এই পদ্ধতি নতুন করে ভাবনা তৈরি করছে। এই গবেষণার প্রেক্ষিতে বলা যায়, অক্সিজেন স্বাধীনভাবে গঠিত হতে পারে।
খবর : গ্যাজেটস৩৬০
প্রিন্ট করুন
Discussion about this post