ডেস্ক রিপোর্ট: বিদ্রোহীর আক্রমণের মুখে দেশ ছেড়ে পালানো সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল- আসাদের বাবা হাফিজ আল-আসাদের কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার কারদাহায় হাফিজ আল-আসাদের কবরে আগুন জ্বলতে দেখা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র পাওয়া ফুটেজে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা কবরের আশপাশে অবস্থান করছেন। এতে একটি কফিন জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে কফিনটি ওই কবর থেকে তোলা হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহী যোদ্ধারাই হাফিজ আল-আসাদের কবরে আগুন দিয়েছেন।
হাফিজ আল আসাদ ২০০০ সালে মারা যান। এরপর তাকে তার পূর্বপুরুষের গ্রাম কারদাহায় সমাহিত করা হয়।
প্রিন্ট করুন
Discussion about this post