ডেস্ক রিপোর্ট: ইসরাইল কখন এবং কীভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র সচেতন। জার্মানি যাওয়ার আগে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যে দেশ ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলার উপায় সরবরাহ করে এবং সমর্থন করে তাদের জবাবদিহি করা উচিত।
এ নিয়ে এক্সে ইরানি শীর্ষ কূটনীতিক লিখেছেন, ‘ইসরাইল কিভাবে এবং কখন ইরানে আক্রমণ করতে যাচ্ছে। এই ধরনের মূর্খতা এবং সমর্থন প্রদান করার জ্ঞান বোঝার অধিকার সবাই রাখে। কাজেই এর সম্ভাব্য কারণের জন্য যৌক্তিকভাবে ওই দেশকে দায়বদ্ধ করা উচিত।’
এর আগে, হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও আইআরজিসি কমান্ডার আব্বাস নীলফোরোশানকে হত্যার প্রতিক্রিয়ায় গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
যা নিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইসরাইলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্য ছিল একটি গোয়েন্দা সদর দপ্তর এবং তেল আবিব সরকারের সামরিক ঘাঁটিগুলির ৩টিতে আঘাত করা। ‘অপারেশন ট্রু প্রমিজ ২’ নামে এই অপারেশন ৯০ শতাংশের বেশি সফল হয়েছে বলেও দাবি করা হয় ইরানের পক্ষ থেকে।

Discussion about this post