ডেস্ক রিপোর্ট: সদ্য সাবেক প্রেসিডেন্ট বাইডেনের আমলে নিয়োগপ্রাপ্ত সহস্রাধিক ব্যক্তিকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে মঙ্গলবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে চার ব্যক্তিকে অপসারণের ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় মাঝরাতের কিছু পর ট্রুথ সোশ্যালের এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমাদের ভিশন হচ্ছে মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন। আগের প্রশাসনের যেসব কর্মকর্তা আমাদের ভিশন ধারণ করতে পারবেন না, তাদের চিহ্নিত করে অপসারণে আমার প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিস কাজ করছে।
ধারণা করা যাচ্ছে, বাইডেন প্রশাসনের অধীনে নিয়োগপ্রাপ্তদের সরিয়ে নিজের ভিশনের প্রতি বিশ্বস্ত ব্যক্তিদের জায়গা দেওয়ার পাঁয়তারা করছেন ট্রাম্প।
ওই স্ট্যাটাসে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের ক্রীড়া, স্বাস্থ্য ও পুষ্টি পরিষদ থেকে হোসে অ্যান্দ্রেসকে অপসারণ করা হয়েছে। বাইডেনের কাছ থেকে তিনি প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম পদকে ভূষিত হয়েছিলেন।
ট্রাম্প শপথ গ্রহণের কিছুক্ষণের মধ্যেই পেন্টাগন থেকে মার্ক মিলির প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়। বাইডেন আমলে গোপনে চীনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে জয়েন্ট চিফ অব স্টাফের সাবেক সভাপতি মিলিকে অপসারণের দাবি জানিয়েছিলেন ট্রাম্প।
তিনি আরও জানিয়েছেন, উইলসন সেন্টার ফর স্কলার্স থেকে সাবেক কূটনীতিবিদ ব্রায়ান হুক এবং প্রেসিডেন্টের রফতানি পরিষদ থেকে আটলান্টা অঙ্গরাজ্যের সাবেক মেয়র কেইশা ল্যান্স বটমসকে সরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া, সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচ দিন অফিসে আসার নির্দেশ কড়া নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি সরকারি কর্মচারীদের চাকরির সুরক্ষা হ্রাস করার পদক্ষেপ নিয়েছেন তিনি।
সরকারি কর্মচারীদের নিয়মিত অফিসে যাওয়া, বাড়ি থেকে কাজের সুবিধা বন্ধ করা ও তাদের চাকরির সুরক্ষা হ্রাস করাকে ‘শিডিউল এফ’ বলে অভিহিত করেছেন ট্রাম্প সমর্থকরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কর্মরত সরকারি কর্মচারীদের স্থলে অনুগত কর্মীদের নিয়োগ দেওয়ার লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post