Print Date & Time : 22 April 2025 Tuesday 4:35 am

বাইডেনের ‘আবর্জনা’ মন্তব্যের জবাবে আবর্জনার ট্রাকে চড়ে প্রচারণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের ‘আবর্জনা’ বলে অভিহিত করার পর জবাবে ট্রাম্প নিজেই একটি আবর্জনার ট্রাকে চড়ে প্রচারণা চালিয়েছেন।

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান হিসেবে বিবেচিত সাতটি অঙ্গরাজ্যের অন্যতম উইসকনসিনে গিয়ে বুধবার অভিনব এ প্রচারণা চালান ট্রাম্প।

মঙ্গলবার জুম কলে অধিকার আন্দোলন কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলে অভিহিত করেন বাইডেন। পরে অবশ্য তিনি স্পষ্ট করে জানান, তিনি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের সমাবেশে কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফের করা একটি রসিকতার নিন্দা করছিলেন। হিঞ্চক্লিফ সেদিন পুয়ের্তো রিকোকে ‘সমুদ্রের মাঝখানে আবর্জনার একটি ভাসমান দ্বীপের’ সাথে তুলনা করেছিলেন।

৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী, বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমর্থকরা হিঞ্চক্লিফের বক্তব্যকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করেছেন। বাইডেনের মন্তব্যের পর হ্যারিস দ্রুততার সঙ্গে এই মন্তব্যের বিরোধিতা করে সাংবাদিকদের জানান, তারা কাকে ভোট দেবে তার ওপর ভিত্তি করে লোকজনকে সমালোচনার করার বিষয়টিতে ‘দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করেন’ তিনি। এভাবে বাইডেনের মন্তব্যের সঙ্গে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন হ্যারিস, জানিয়েছে বিবিসি।

কিন্তু বাইডেনের এই মন্তব্যকেই নিজের প্রচারণার অস্ত্র করেছেন ট্রাম্প। বুধবার দোদুল্যমান রাজ্য উইসকনসিনে বিমান থেকে নেমেই আমেরিকান পতাকা দিয়ে সজ্জিত একটি আবর্জনার গাড়িতে উঠে বসেন ট্রাম্প, এ সময় তার গায়ে চাপানো ছিল আবর্জনা সংগ্রহকারীর উজ্জ্বল কমলা রঙের জ্যাকেট। আবর্জনার গাড়িতে আবার বড় অক্ষরে লেখা ‘ট্রাম্প’; ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’।

এই গাড়িতে বসে বাইডেন ও হ্যারিসকে নিয়ে উপহাস করেন ট্রাম্প। আবর্জনার ট্রাকটির একপাশের জানালা দিয়ে তাকিয়ে অনেকটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সাংবাদিকদের ট্রাম্প জিজ্ঞেস করেন, “আমার আবর্জনার ট্রাকটি আপনাদের কেমন লেগেছে? এই ট্রাকটি কমলা এবং জো বাইডেনের সম্মানে।”

পরে উইসকনসিনের গ্রিন বে শহরের সমাবেশে আবর্জনা সংগ্রহকারীর ওই উজ্জ্বল কমলা জ্যাকেট পরেই হাজির হন ট্রাম্প। ডেমোক্র্যাটরা তার সমর্থকদের প্রতি ঘৃণা ছড়াচ্ছে, এমন অভিযোগ করে সমবেত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, “আমাকে এই বলে শুরু করতে হবে, ২৫ কোটি আমেরিকান আবর্জনা নয়।”

তিনি আরও বলেন, “গত নয় বছর ধরে কমলা ও তার দল আমাদের বর্ণবাদী, ধর্মান্ধ, ফ্যাসিবাদী, নাৎসি, তুচ্ছ বলে অভিহিত করেছে। তারা আমাকে বলেছে হিটলার। তারা আপনাদের গালাগালি করেছে, তারা আমাদের অমানুষ বানিয়েছে, তারা আমাদের সেন্সর করেছে, আমাদের বিকৃত করেছে।”

ব্যবসায়ী, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও ট্রাম্পের মিত্র বিবেক রামাস্বামী সামাজিক মাধ্যমে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাকে উজ্জ্বল সবুজ জ্যাকেট পরে ডাস্টবিন থেকে আবর্জনার ট্রাকে ময়লা তুলতে দেখা গেছে। স্পষ্টতই ডেমোক্র্যাটদের উপহাস করতেই তিনি এ ভিডিও পোস্ট করেছেন।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয়ই প্রচারণার শুরু থেকেই একে অপরকে কাঁদা ছোড়াছুঁড়িতে ব্যস্ত। অশালীন, বর্ণবাদী মন্তব্য করায় দুই দলই এখন পর্যন্ত অনেকবার সমালোচনার মুখে পড়েছে।