ডেস্ক রিপোর্ট: ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল সই করতে গিয়ে পূর্ববর্তী মার্কিন প্রশাসনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন ‘নিষ্ঠুর এবং অযোগ্য লোক’ বলে অভিহিত করেন।
হোয়াইট হাউসে আয়োজিত ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত অনুষ্ঠানে ট্রাম্প উল্লেখ করেন, পূর্ববর্তী প্রশাসন ক্রিপ্টোকারেন্সির শিল্পকে চূর্ণ-বিচূর্ণ করার চেষ্টা করেছিল। তারা ছিল একদল দুষ্ট লোক। আপনি জানেন, মানুষ বুঝতে পারে না যে তারা দুষ্ট, অযোগ্য।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘জো (বাইডেন) একজন অযোগ্য লোক ছিলেন, তিনি সর্বদা একজন দুষ্ট লোক হিসেবে পরিচিত ছিলেন।’
ট্রাম্প কথার ফাঁকে আরও উল্লেখ করেন, ‘যদি তারা অযোগ্য হয় তবে এটি আরও ভালো…তাই না? কারণ আপনি এমন একজন দুষ্ট লোক চান না – যিনি যোগ্য। যদি আপনি থাকতেন, তাহলে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না।’