ডেস্ক রিপোর্ট: লন্ডনের হোয়াইটচ্যাপেল মেট্রোরেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় সাইনবোর্ড লেখায় আপত্তি জানিয়েছেন এক ব্রিটিশ এমপি। তার আপত্তির ব্যাপারে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক।
লন্ডনের গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লো তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হোয়াইটচ্যাপেল স্টেশনে সাইনবোর্ডের ছবি পোস্ট করে লিখেছেন, এটা লন্ডন – এখানে স্টেশনের নাম ইংরেজিতে এবং কেবল ইংরেজিতে হওয়া উচিত।
লোয়ের এ বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার অনুসারীরা। কেউ কেউ তার মতের সমর্থন করেছেন, আবার কেউ কেউ দুই ভাষায় সাইনবোর্ড থাকার ব্যাপারে সমর্থনের কথা জানিয়েছেন।
এক্স-এর মালিক মাস্কও এই পোস্টটিতে মন্তব্য করেছেন। তিনি এমপি রুপার্ট লো-এর বক্তব্যে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ইয়েস’।
ইলনমাস্কের এমন বক্তব্যে হোয়াইট চ্যাপেল এলাকায় বসবাস করা এক বাংলাদেশি বলেন, এটা বাংলাদেশ কমিউনিটির অর্জন। হোয়াইট চ্যাপেলে বেশিরভাগ বাংলাদেশিরা বসবাস করে। এটা আমাদের গুলিস্তান। হোয়াইট চ্যাপেলে বাংলা লেখা নাম আছে ও থাকবে, কারো কথায় কি আসে যায়?
উল্লেখ্য, পূর্ব লন্ডনে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ২০২২ সালে হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড স্থাপন করা হয়। লন্ডনের এই এলাকাতেই সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করেন।

Discussion about this post