ইউএস বেঙ্গল বাংলাদেশ বুরোঃ বাংলাদেশের বিমান বিধ্বস্তে ছাত্রছাত্রী নিহত হওয়ায় রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই ইস্যু নিয়েও বাংলাদেশ সৃষ্টি হয়েছে রাজনীতির মাঠের প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল।তথ্য প্রমানহীন একে অপরকে দোষারোপ করে নানা রকম প্রচারণা চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।রোষানলের মুখে বাদ পড়ছে না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।
তবে বাংলাদেশের এ ধরনের হৃদয় বিধায়ক ঘটনা মর্মাহত করেছে আপামর জনগণকে।হৃদয় ভেঙ্গে গিয়েছে কোটি কোটি মানুষের, তাদের এ মনের ক্ষত কোনোভাবেই যাচ্ছে না।একদিকে মানুষের মাঝে চাপা কষ্ট অন্যদিকে রাজনীতির নোংরা চক্রান্তে বাংলাদেশের মানুষ খুবই বিব্রত।
ইউএস বেঙ্গল কথা বলেছে মাইলস্টোনের অনেক অভিভাবকের সাথে।তাদের সকলেরই বক্তব্য একই ধরনের, এসময় তাদের মানসিক সাপোর্ট এবং পাশে এসে দাঁড়ানোর মানুষই বড্ড প্রয়োজন। তাছাড়া রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়েও তারা সমালোচনা করেছেন, ছাত্র-ছাত্রীদের বাঁচাতে শিক্ষকদের প্রাণহানির মর্যাদা নিয়েও চাপা ক্ষোভ রয়েছে।এমতাবস্থায় রাজনীতিক দলগুলো এই ইস্যু নিয়ে যে নোংরা রাজনীতি শুরু করেছে এই নিয়েও বাংলাদেশের মানুষ খুবই মর্মাহত এবং বিরক্ত।
নিহত শিক্ষার্থীদের অভিবাবকদের কোন ধরনের সম্পৃক্ততা না থাকলেও অতি উৎসাহী কিছু শিক্ষার্থীর আন্দোলনকে কৌশলে ছাত্রলীগ নেতারা নিজেদের কব্জায় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদেরকে দিয়াবাড়ীতে মার পিট করে গুরুতর আহত করে। আন্দোলনকে কেন্দ্র করে তারা কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ফায়দা নেওয়ার সুযোগ খুজছে বলেও অভিযোগ রয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা দাবি জানিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ উই ওয়ান্ট জাস্টিস, আমর ভাই মরলো কেন? ‘জবাব চাই জবাব চাই’ উই ওয়ান্ট জাস্টিস “ স্লগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।