ইউএস বেঙ্গল বাংলাদেশ ব্যুরো : বাংলাদেশের অবৈধ বেটারি চালিত অটো রিক্সা মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফিটনেসবিহীন এ সকল অবৈধ যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে এবং কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ
এ সকল অদক্ষ চালকরা কোন নিয়ম-নীতির তোআকা না করে প্রতিনিয়ত মহাসড়কে তাদের দৌরত্ব বাড়াচ্ছে ফলে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। সরকার অনেকবার চেষ্টা করার পরেও কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না এই সকল যানবাহন।
রাজধানী ঢাকার সড়কগুলো এখন পেয়ে গেছে এই অবৈধ যানবাহনে যার জন্য সাধারণ জনগণের চলাফেরায় এক ধরনের অস্বস্তি পরিবেশ তৈরি হয়েছে। লেন না মেনে চলাফেরা এবং উচ্চগতিতে এ সকল যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়াচ্ছে। রাজধানী ঢাকার সড়কগুলো এখন একেবারে চলাফেরার অযোগ্য হয়ে গিয়েছে, এই যানবাহন সহজলভ্য হওয়ায় খুব সহজেই এগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি করা সম্ভব যার কারণে যে কেউ অল্প টাকারে যানবাহন কিনে বেরিয়ে পড়ছে রাস্তায়। আর এই সকল অদক্ষ চালকরা কোনরকম নিয়ম-কানুন এর মধ্যে না থেকে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে এতে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষর।
ঢাকা সিটি কর্পোরেশন থেকে বহুবার পদক্ষেপ নিলেও তা এখন পর্যন্ত কার্যকর করা সম্ভব হয়নি এই সকল যানবাহনের টুটি চেপে ধরতে না পারলে বাংলাদেশের সড়ক গুলো ক্রমেই ওনিরাপদ হয়ে যাবে,বিশেষজ্ঞরা মনে করে সুনির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে এই সকল যানবাহন সীমিত করার পদক্ষেপ অচিরেই সরকারকে গ্রহণ করতে হবে, না হলে মানুষের জান মালের নিরাপত্তা এবং বাংলাদেশের শহরগুলো একেবারে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।