Print Date & Time : 20 April 2025 Sunday 1:05 pm

বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ডেস্ক রিপোর্ট; বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক এই তথ্য জানান। তিনি আরও বলেন, বাংলাদেশে সহিংসতার সব ঘটনার পূর্ণাঙ্গ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান। এ ঘটনার পর বাংলাদেশের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পশ্চিমা শক্তিগুলো। একই সঙ্গে তারা গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছে।

দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীকে অভিবাদন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে তাঁরা স্বাগত জানান। যেকোনো উত্তরণ বাংলাদেশের আইন অনুযায়ী করার আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশে গত কয়েক সপ্তাহের ঘটনা জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই আহ্বান জানান।

সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখাতে বলেছেন তিনি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেন, এই উত্তরণের সময় তাঁরা সব পক্ষকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন সমুন্নত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন।