ইউ এস বেঙ্গল বাংলাদেশ রিপোর্ট: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে জনগণের মনে কৌতুহল বাড়ছে। সঠিক সময়ে নির্বাচন হবে কিনা, নির্বাচন কিভাবে সম্ভব করবে এই সরকার, আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা, সকল দল অংশগ্রহণ করবে কিনা, রাজনৈতিক দলের মতানৈক্য থাকবে কিনা, এ সকল প্রশ্ন কৌতুহলী সাধারণ জনগণের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
একশ্রেণীর মানুষ মনে করছে ইউনুস সরকার তড়িঘড়ি করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত বিদায় নিতে চাচ্ছেন। অন্য আরেকটি পক্ষ মনে করছে আগামী জাতীয় নির্বাচনের আগে যেকোনো একটি ইস্যুকে কেন্দ্র করে সঠিক সময়ে নির্বাচন বাংলাদেশে হবে না, এ ধরনের আশঙ্কার পেছনে তারা বিভিন্ন কারণ কে যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছে।
এক, রাজনীতিক দল গুলোর মধ্যে এখনো জাতীয় নির্বাচনকে নিয়ে মতানৈক্য রয়েছে।
দুই, বর্তমানে দেশের নিরাপত্তা ব্যবস্থা এতই নাজুক যে এখন নির্বাচন করলে যে কোন রাজনৈতিক দল প্রভাব বিস্তার করবে ফলে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে না।
তিন, সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে।
এমন আরো অনেক প্রশ্নই ঘুরপক্ষ খাচ্ছে বাংলাদেশের জনমনে। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর এই সরকারের যে সকল দায়িত্বগুলি ছিল সেগুলি এখনো শেষ করতে পারেনি এটাই তাদেরকে বড় ধরনের আশঙ্কার মধ্যে ফেলেছে।
এ অবস্থায় আগামী নির্বাচনেরও বেশি সময় নেই ঘোষিত এই সময়ের মধ্যে নির্বাচন করতে হলে এই সরকারের প্রতিশ্রুতি পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে রাজনীতিক বিশেষজ্ঞরা মনে করছেন সকল সমস্যার সমাধানের একমাত্র পথ সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি না করা এবং সকলকে একসঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এখন সময় বলে দেবে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে কি হতে চলেছে!

Discussion about this post