ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সড়কগুলোয় প্রতিদিনই ঝরে যাচ্ছে তর তাজা প্রাণ। আর এ সকল সড়ক দুর্ঘটনার প্রধান কারণই বাংলাদেশের অবৈধ অটোরিক্সার অদক্ষ চালকদের কারণে সংঘটিত হচ্ছে।বিগত সময়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেও আসলে তা কার্যকর করা কঠিন হয়ে পড়ছে। ফলে কোনভাবেই থামানো যাচ্ছে না এ সকল অবৈধ যানবাহন এবং অদক্ষ চালকদের।
বাংলাদেশের সড়কগুলো বর্তমানে এক মর্মান্তিক পরিস্থিতিতে রয়েছে, যেখানে ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই যানগুলো সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বৃদ্ধির জন্য দায়ী, এবং এটি একটি গুরুতর জনস্বাস্থ্যের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
কারণগুলি:
অনিয়ন্ত্রিত চলাচল:
ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর অবাধ ও অনিয়ন্ত্রিত চলাচল সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
ত্রুটিপূর্ণ কারিগরি মান:
এই যানগুলোর কারিগরি মান সাধারণত দুর্বল থাকে, যার কারণে এগুলো সড়কে চলাচলের জন্য নিরাপদ নয়।
অতিরিক্ত সংখ্যা:
সড়কে অতিরিক্ত অটোরিকশার কারণে যানজট ও দুর্ঘটনা উভয়ই বাড়ছে।
বিদ্যুৎ ঘাটতি:
ব্যাটারি চার্জ করার জন্য অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হওয়ায় বিদ্যুৎ ঘাটতি দেখা যাচ্ছে।
সমাধান:
সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল সীমিত করা বা বন্ধ করা প্রয়োজন।এই যানগুলোর কারিগরি মান নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয়া উচিত।ট্র্যাফিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে, যাতে সড়কে শৃঙ্খলা ফেরে।এই সমস্যা সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি।