ডেস্ক রিপোর্ট: আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান বাংলাদেশের রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে।
ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশের রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। জানা গেছে, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যাফেটেরিয়া ভবনের ছাদে আছড়ে পড়ে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, উদ্ধার কাজ চলমান রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভবনে বাচ্চাদের ক্লাস চলছিল বলে জানা গেছে। কলেজের এক শিক্ষক জানান, ছুটি হওয়ার ঠিক আগে অর্থাৎ শিক্ষার্থীরা ক্লাস শেষ করার প্রস্তুতি নিচ্ছিল তখনই এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, বাংলাদেশের যুদ্ধবিমানটি সরাসরি স্কুলের জুনিয়র সেকশনের ভবনে আছড়ে পড়ে যেখানে নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হতো। ভবনটিতে বিশাল গর্ত হয়ে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশের রাজধানীর ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। সর্বশেষ সংবাদ অনুযায়ী, এই দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশের বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত অনেক জনকে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় অনেক জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের রাজধানীর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম। আহত ১৩ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।

Discussion about this post