ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের মারাল্লা হেডওয়ার্কসে (বাঁধ) চেনাব নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। মঙ্গলবার তারা জানান, মারাল্লা হেডওয়ার্কসে চেনাব নদীতে পানি প্রবাহ ২৫,৩৮২ কিউসেক এবং নির্গমন ১৫,৯৮২ কিউসেক রেকর্ড করা হয়েছে। এআরওয়াই ডিজিটাল
এর আগের দিন এই হেডওয়ার্কসে পানির প্রবাহ ছিল মাত্র ৩,১৭৭ কিউসেক। গুজরাটের ডেপুটি কমিশনার (ডিসি) এর আগে জানিয়েছিলেন, মারাল্লায় পানি প্রবাহ ছিল ৩,৮৪২ কিউসেক।
জেলার অন্য হেডওয়ার্কস খাঙ্কিতে পানি প্রবাহ ও নির্গমন যথাক্রমে ৩১,৭৭০ এবং ২৫,২৭০ কিউসেক রেকর্ড করা হয়েছে। কাদিরাবাদ হেডওয়ার্কসে চেনাব নদীতে পানি প্রবাহ এবং নির্গমন ছিল ৫২,২৭৭ ও ৪৫,২৭৭ কিউসেক।
পাকিস্তানের পানিসম্পদ উন্নয়ন কর্তৃপক্ষ (ওয়াপদা)-এর একজন মুখপাত্র জানিয়েছেন, মারাল্লায় চেনাব নদীতে পানি প্রবাহ ও নির্গমন যথাক্রমে ২৮,৩০০ এবং ১৯,১০০ কিউসেক রেকর্ড করা হয়েছে।
মারাল্লায় আগের দিন চেনাব নদীতে পানি প্রবাহ ৫,৪০০ কিউসেকে নেমে গিয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
সূত্রগুলো আরও বলেছে, প্রতিবেশী দেশ ভারত চেনাব নদীর পানি ব্যবহার করে বাগলিহার বাঁধে জলাধার পূরণ শুরু করেছে। এতে নদীটিতে পানির প্রবাহ ৯০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে একটি ভারতীয় প্রতিবেদন জানিয়েছে।
এছাড়া, কিশনগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প থেকে ঝিলাম নদীর পানির প্রবাহ কমানোর প্রস্তুতিও নিচ্ছে ভারত, জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এর আগে, রয়টার্স এক প্রতিবেদনে জানায়, কাশ্মীরে দুটি জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার ধারণক্ষমতা বাড়ানোর কাজ শুরু করেছে ভারত, যা পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার কারণে পানি ভাগাভাগির চুক্তি স্থগিত করার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।
১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তির আওতায় এসব প্রকল্প পরিচালিত হলেও, ভারত এখন এই চুক্তির বাইরে গিয়ে পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের অধিকারভুক্ত পানি প্রবাহ বন্ধের প্রচেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল হবে।