Print Date & Time : 31 August 2025 Sunday 8:01 pm

ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলি বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট: দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যমে রোববার এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে।মিসাইলটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরাইল-অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। যার ফলে মধ্যাঞ্চলসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়।

হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত শেমেশ শহরের আশপাশে আগুন ধরে যায়।

তবে, ইসরাইলি সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা।তারা দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।
যদিও হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এর আগে বৃহস্পতিবারও ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল যে, ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তা তাদের রাডার সিস্টেমে শনাক্ত হয়।

এই ঘটনাগুলো গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিকতা। যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন জানানো।
খবর: মেহের নিউজ