Print Date & Time : 20 April 2025 Sunday 7:51 pm

ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলির প্রবেশ, জ্বালিয়ে দেওয়া হলো গাড়ি


ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি এক নাগরিক ভুলে ফিলিস্তিনি শহর কালাদিয়ায় ঢুকে পড়ে। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার সংঘর্ষ বাধে। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জনতা একজন ইসরায়েলির গাড়ি তাড়া করছে, গাড়িতে পাথর দিয়ে ঢিল মারছে। ইসরায়েলি ওই চালক পালানোর চেষ্টা করছিলেন কিন্তু এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই চালক একসময় এক সামরিক চেকপয়েন্টের কাছে এক ডিভাইডারের ধাক্কা মারে। তবে উদ্ধারের আগে সামান্য আহত হয়েছেন ওই চালক। অন্য ভিডিওতে দেখা যায়, ওই ইসরায়েল নাগরিকের গাড়ি জ্বালিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইতোমধ্যে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত ৯০ হাজারের বেশি। এ ছাড়া নিখোঁজ রয়েছে হাজার হাজার শিশু।