Print Date & Time : 11 September 2025 Thursday 10:48 am

ফিলিপাইনে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট নিহত

ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনের উত্তরাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। ওই সময় ওই পাইলট একমাত্র আরোহী ছিলেন এবং এর আগে এক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন বলে জানিয়েছে ফিলিপাইনের কর্তৃপক্ষ।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, চার আসনের হেলিকপ্টারটি একটি স্থানীয় সংস্থার মালিকানাধীন ছিল। শনিবার এটি রাজধানী ম্যানিলা থেকে উত্তরাঞ্চলের পাহাড়ি শহর বাগুইওর উদ্দেশে যাত্রা করে এবং সেখানে এক যাত্রীকে নামিয়ে দেয়।

এরপর হেলিকপ্টারটি ম্যানিলায় ফেরার পথে কাছের প্রদেশ পাঙ্গাসিনানের বিনালোণান শহরে অবতরণ করে জ্বালানি সংগ্রহ করে। বিনালোণান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের আগে হেলিকপ্টারটির ইঞ্জিন চালু করতে সমস্যা হচ্ছিল, তবে শেষ পর্যন্ত এটি রাত হওয়ার আগে উড্ডয়ন করতে সক্ষম হয়।

কিন্তু কিছুক্ষণ পরেই এটি নুয়েভা এসিজা প্রদেশের গুয়িম্বা শহরের একটি জলাভূমিতে বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ভেতর থেকে পাইলটের মরদেহ উদ্ধার করেছে। বিধ্বস্ত হেলিকপ্টারটির একটি অংশ জলাভূমিতে ডুবে গিয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি বিস্তারিত তদন্ত পরিচালনা করা হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ফিলিপাইনে সাম্প্রতিক বছরগুলোতে ছোট আকারের বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা বেড়েছে বলে জানা গেছে।