Print Date & Time : 13 September 2025 Saturday 3:22 pm

প্রথম বৈঠকেই ইলন মাস্ককে ‘প্রাণে মারার হুমকি’

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক হত্যার হুমকি পেয়েছেন।
দ্বিতীয় বারের মত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ইলন মাস্ককে দক্ষতা বৃদ্ধি বিষয়ক দপ্তরের (ডিওজিই) দায়িত্ব দিয়েছেন তিনি।

মাস্কের দায়িত্ব নেওয়ার পর গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন তিনি।
বৈঠক শেষে মাস্ক জানিয়েছেন, “প্রাণনাশের হুমকি পাচ্ছি অনেক, সমালোচনারও মুখোমুখি হচ্ছি।

প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভায় বৈঠকের সময় ট্রাম্প মাস্ককে বক্তব্য দিতে বলেন। সেইসময় ইলন মাস্ক বলেছেন, ডিওজিই টিম তার কাজের মাধ্যমে সরকারি কম্পিউটার সিস্টেমগুলো ঠিক করতে সহায়তা করছে। কমপিউটারের সিস্টেমগুলোর মধ্যে বেশিরভাগই অনেক পুরাতন। তারা যোগাযোগ রাখছে না। সিস্টেমে অনেক ভুল আছে। সফটওয়্যার কাজ করছে না।

তিনি বলেন, আমরা আসলে প্রযুক্তিগত সমর্থন। হাস্যকর হলেও এটাই সত্য। ইলন মাস্ক বলেছেন, ডিওজিই দলের লক্ষ্য হচ্ছে ব্যাপক প্রতারণাকে তুলে ধরা। আমরা যদি এটি না করি তাহলে একদিন যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে।

আর এটি করতে গিয়েই হত্যার হুমকি পাচ্ছেন বলে মন্ত্রিসভার বৈঠকে জানান ট্রাম্পের ঘনিষ্ঠ এই মিত্র।

খবর : এনডিটিভি।