ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এক সমাবেশের সময় ইয়েমেনের হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তিন দেশ। এই প্রথমবারের মতো হুথিদের লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালাল ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন।
শুক্রবার ইসরাইলের পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন এই তথ্য জানায়।
হুথি-সম্পর্কিত আল-মাসিরাহ টিভি জানায়, ইয়েমেনের রাজধানী সানার আল-সাবিন স্কয়ারের আশপাশে একাধিক বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে হুথিদের দাবি, পশ্চিম ইয়েমেনের বন্দর শহর আল-হুদাইদাতে ছয়টি বিমান হামলা চালানো হয়েছে।
এই হামলার সময় ফিলিস্তিনের প্রতি সমর্থনে একটি সমাবেশ চলছিল। এটি এমন এক সময় ঘটল যখন গাজায় ইসরাইলের ১৬ মাস ধরে চলা যুদ্ধের ফলে বিপুলসংখ্যক প্রাণহানি হয়েছে। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে, সোমবার হুথিদের পক্ষ থেকে জানানো হয় যে, তারা উত্তর রেড সি-তে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান আক্রমণ করেছে। এছাড়া তারা দক্ষিণ ও মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দাবিও করে।
হুথিরা রেড সি-তে ইসরাইলি মালবাহী জাহাজ বা তেল আবিবের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা এভাবেই গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।
২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি জোট রেড সি-তে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় হুথিরা মাঝেমধ্যে পাল্টা আক্রমণ চালিয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post