ডেস্ক রিপোর্ট: প্রকাশ পেয়েছে ‘ভুল ভুলাইয়া ৩’-এর প্রায় চার মিনিটের ট্রেলার। বুধবার (৯ অক্টোবর) ট্রেলারটি মুক্তি পায়। সিনেমাটিতে রয়েছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। সিনেমায় ভূতুড়ে বাংলোয় অশরীরী রূপে ধরা দিয়েছেন দু’জনে। দুইজনের ভিতর আসল মঞ্জুলিকা কে সেই রহস্যের সন্ধান করেছে কার্তিক আরিয়ান।
‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাতে বিদ্যা বালান ফিরছেন তা আগেই শোনা গিয়েছিল। বুধবার (৯ আগস্ট) এই সিনেমার ট্রেলারে প্রকাশ পেয়েছে বিদ্যার রোমহর্ষক রূপ। তবে তিনি একা নন, ‘মঞ্জুলিকা’ রূপে এবার তার সঙ্গে দেখা যাবে মাধুরি দীক্ষিতকেও।
ট্রেলারের শুরুতেই অশরীরী রূপে কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন মঞ্জুলিকা, তারই একটি সংক্ষিপ্ত বিবরণ শোনা যায়। এরপর ‘আমি মঞ্জুলিকা’ বলে চিৎকার করে ওঠেন বিদ্যা।
কয়েক মিনিটের মধ্যে ‘মঞ্জুলিকা’ রূপে দেখা যায় মাধুরিকেও। ট্রেলারে সঞ্জয় মিশ্র, রাজপাল যাদব এবং অশ্বিনী কালসেকারের হাস্যকর মুহূর্তও ফুটিয়ে তোলা হয়েছে। তৃপ্তি দিমরির সঙ্গে কার্তিক আরিয়ানের রোম্যান্সের দৃশ্যও রয়েছে ট্রেলারে।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম ‘ভুলভুলাইয়া’ সিনেমাটি মুক্তি পায়। যেখানে বিদ্যা বালান অভিনয় করেছিলেন। এরপর কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানীর ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতেও ‘মঞ্জুলিকা’র গল্প এসেছিল। সেখানে অশরীরী চরিত্রে দেখা গিয়েছিল তাব্বু্কে।

Discussion about this post