ডেস্ক রিপোর্ট: ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে, এই বিষয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। ভিত্তিহীন ও অপ্রমাণিত আখ্যা দিয়ে ভারতের অভিযোগকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।
মঙ্গলবার পেহেলগামে পর্যটকদের ওপর এক ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) কাকুলে ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, পানি পাকিস্তানের জীবনরেখা, এবং এই গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনও আপস করা হবে না।
পানি অধিকার নিয়ে জোরালো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান
চলমান পরিস্থিতি নিয়ে শাহবাজ শরিফ বলেন, যদি ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন চুক্তি লঙ্ঘন করে আমাদের পানি বন্ধ করা হয়, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব। এটি আপোষের যোগ্য নয়।
তিনি দেশটির জনগণকে আশ্বস্ত করে বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত এবং পাকিস্তানের ২৫ কোটি নাগরিক তাদের সেনাবাহিনীর পিছনে ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তান বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার।
পাকিস্তান প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, পাকিস্তান বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। সন্ত্রাসী হামলায় প্রায় ৯০,০০০ নাগরিককে হারিয়েছে এবং কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি করেছে।
যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও কাশ্মীর সীমান্তে মাঝে মাঝেই গোলাগুলির ঘটনা ঘটে। কাশ্মীর অঞ্চলটি নিয়ে ভারত ও পাকিস্তান উভয়েই অধিকার দাবি করে আসছে। এ ইস্যুতে দুই দেশের মধ্যে ইতোমধ্যে তিনটি যুদ্ধ হয়েছে।