Print Date & Time : 21 April 2025 Monday 10:49 am

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট: পৃথিবীতে একটি শক্তিশালী সৌর ঝড় শুক্রবার (১১ অক্টোবর) আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ)। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক হারিকেনের কারণে চাপের মধ্যে থাকা বিদ্যুৎ গ্রিডগুলোর ওপর সৌর ঝড়টি আরও চাপ সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকান সংবাদমাধ্যমগুলো।

সৌরঝড়ের সময় সূর্যের কেন্দ্রে প্লাজমা ও চুম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ ঘটে। সেই ঝড়ের ঝাপটা পৃথিবীতে আঘাত হানলে বৈদ্যুতিক ও চুম্বকীয় বিকিরণের বিচ্ছুরণ দেখা যায়।

বুধবার সিবিএস নিউজ জানিয়েছে, সপ্তাহের শুরুতে সূর্য-পৃষ্ঠের সানস্পট এআর ৩৮৪২ অঞ্চলে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠে শক্তিশালী ভূ-চুম্বকীয় ঝড় তৈরি হবে।

এনওএএ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একটি গুরুতর ভূ-চৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে।

এই ঝড় সাময়িকভাবে বিদ্যুৎ ব্যবস্থা ও রেডিও তরঙ্গে বিঘ্ন ঘটাতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে। সংস্থাটি বিদ্যুৎ গ্রিড অপারেটর ও স্যাটেলাইট নিয়ন্ত্রকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

তবে পূর্বাভাসকারীরা আশা করছেন, ঝড়টি মে মাসের আগের ঝড়ের মতো তীব্র হবে নাও হতে পারে। ওই সৌর ঝড়টি দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল বলে উল্লেখ করেছে সিবিএস নিউজ।