Print Date & Time : 8 August 2025 Friday 6:43 pm

পূর্ব ইউক্রেনের কৌশলগত ‘নিউ-ইয়র্ক’ শহর দখলের দাবি রাশিয়ার

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লজিস্টিকস কেন্দ্র নিউ-ইয়র্ক শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে তাদের সেনারা। ডোনেস্ক অঞ্চল পুরোপুরি দখলের লক্ষ্যে মস্কোর অব্যাহত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ আগস্ট) এই সাফল্যের দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সেন্টার গ্রুপিংয়ের ইউনিটগুলোর তীব্র অভিযানের ফলে শত্রুর একটি বড় বাহিনীকে পরাজিত করা হয়েছে এবং টোরেটস্ক অঞ্চলের অন্যতম বৃহত্তম বসতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লজিস্টিকস কেন্দ্র নভগোরডস্কয় মুক্ত করা হয়েছে।

ইউক্রেনের নিউ-ইয়র্ক শহরটিকে রাশিয়া এখনও সোভিয়েত আমলের নাম ‘নভগোরডকস্ক’ হিসেবে আখ্যায়িত করে।

নিউ-ইয়র্ক শহরের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ইউক্রেনীয় সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

যুদ্ধের পূর্বে প্রায় ১০ হাজার জনসংখ্যার শহর ছিল নিউ-ইয়র্ক। এটি পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের রেলপথের ওপর অবস্থিত।

মঙ্গলবার সকালে ইউক্রেনের খোর্তিৎসিয়া বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, টোরেটস্ক অঞ্চলে তীব্র লড়াই চলছে, যার মধ্যে নিউ-ইয়র্কও অন্তর্ভুক্ত। রাশিয়ার সামরিক ব্লগারদের মতে, মস্কোর বাহিনী নিউ-ইয়র্কে অভিযানে নিয়োজিত রয়েছে।

রাশিয়াপন্থি কর্মকর্তা ভ্লাদিমির রোগভ সোমবার একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা গেছে, রাশিয়ার এক সেনা নিউ-ইয়র্কের একটি প্রশাসনিক ভবনের ওপর রাশিয়ার পতাকা উত্তোলন করছেন। বাইরে মাটিতে পোড়া ইউক্রেনীয় পতাকা পড়ে আছে।

অন্যদিকে, ৬ আগস্ট শুরু হওয়া রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় অভিযান এখনও চলমান রয়েছে। কিয়েভের সেনারা কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।