ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের কুরাখোভের শিল্প কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়া। মঙ্গলবার রুশ সৈন্যরা পূর্ব ইউক্রেনের আরো তিনটি গ্রাম দখল করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উদ্ধিৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রুশ সেনাবাহিনী কুরাখোভ এবং রুশ-নিয়ন্ত্রিত ডোনেটস্ক নগরীর পশ্চিমে সেলিদভ শহরের কাছে ডোনেটস্ক অঞ্চলের বোগোইয়াভলেঙ্কা, গিরনিক এবং ক্যাটেরিনিভকা- এই গ্রাম তিনটি দখল করেছে।
খবর : বাসস