ডেস্ক রিপোর্ট: পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে কস্টিয়ান্তিনিভকা শহরের একটি সুপারমার্কেটে রাশিয়ার হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।
ইউক্রেইনের কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে কালো ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে। আগুন নেভানো হয়েছে বলে পরবর্তীতে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে বলেছেন, রুশ সন্ত্রাসীরা একটি সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে আঘাত হেনেছে। ধ্বংসস্তুপের নিচে মানুষ চাপা পড়ে আছে। জরুরি সেবা কর্মীরা ধ্বংসস্তুপের নিচে জীবিতদের সন্ধান করছে।
কস্টিয়ান্তিনিভকা শহর পূর্ব ইউক্রেইনের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত। দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেইন সরকারের কব্জায় থাকা অংশগুলো নিয়মিতই রাশিয়ার গোলা ও বিমান হামলার শিকার হয়।
ইউক্রেইনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্তিন এক্সে কস্টিয়ান্তিনিভকা শহরে মৃতের সংখ্যার সর্বশেষ সংখ্যা জানাতে গিয়ে বলেছেন, “যুদ্ধক্ষেত্রে কোনও পরিস্থিতিতেই বেসামরিক নাগরিকদেরকে হামলা নিশানা করা ন্যায়সঙ্গত না।”
মস্কো পূর্ব ইউক্রেইনের ওই শহরটিতে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। রাশিয়া বরাবরই যুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করার কথা অস্বীকার করে আসছে। যদিও ইউক্রেইনে সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে ২৯ মাসে রাশিয়া হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে।