Print Date & Time : 20 April 2025 Sunday 10:50 am

পুতিনের মৃত্যু কামনাকারী নারীর ৮ বছর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: মস্কোর সামরিক আদালত ৪৩ বছর বয়সি নারীকে আট বছরের কারাদণ্ড দিয়েছে। অনলাইনে ইউক্রেন যুদ্ধবিরোধী মন্তব্য করা ও প্রেসিডেন্ট ভিইলা দিমির পুতিনের মৃত্যু কামনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়। খবর রয়টার্সের

সাজাপ্রাপ্ত নারীর নাম আনাসতাসিয়া বেরেঝিনস্কায়া। দুই শিশু সন্তানের মা এই রুশ নাগরিক মস্কোর একজন নাট্যপরিচালক। দুটি সেন্সরশিপ আইনে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

রুশ সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করা, তাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ও সন্ত্রাসবাদ সমর্থন করার অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে।

এক পোস্টে পুতিনকে হত্যার আহ্বান জানিয়ে তিনি লিখেছিলেন, ওই অথর্ব পুতিনকে কেউ গুলি করুন। পৃথিবী থেকে তাকে নিশ্চিহ্ন করে দিন। আর কত বেসামরিকের মৃত্যু আমাদের দেখতে হবে।