Print Date & Time : 12 September 2025 Friday 3:14 pm

পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে চলমান হামলা ও শান্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়ে অপেক্ষাকৃত নরম থেকে রীতিমত শক্ত অবস্থানে চলে গেল মার্কিন প্রশাসন। দেশটি এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ব্যাংকিং নিষেধাজ্ঞা বা দ্বিতীয় পর্যায়ের (সেকেন্ডারি) নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যবস্থা নিতে পারে বলেই ইঙ্গিত মিলেছে।

আর সেই ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি এ কথা বলেন।
সামাজিক মাধ্যমটিতে দেওয়া ওই বার্তায় ট্রাম্প বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা করতে হতে পারে’।

এদিন ইউর‍্যাক্টিভের (EURACTIVE) প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ভ্যাটিকানের একটি মার্বেলঘেরা বাসিলিকায় একান্ত বৈঠক করেন।

অন্যদিকে, শুক্রবার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চতুর্থবারের মতো বৈঠকে করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
এ বৈঠক শেষে রাশিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং স্টিভ উইটকফের মধ্যে সর্বশেষ আলোচনাটি ‘গঠনমূলক ও কার্যকর’ ছিল।

ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ বৈঠকের পর মস্কোয় সাংবাদিকদের বলেন, তিন ঘণ্টার একটি আলোচনা হয়েছে। এটি ছিল গঠনমূলক ও অত্যন্ত কার্যকর।