ডেস্ক রিপোর্ট: টানা দুই ড্রয়ের পর জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। টানা দ্বিতীয় জয় পেল আর্সেনাল। পিছিয়ে পড়ার পরও দারুণ জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ফের ১ পয়েন্টে নামিয়ে আনল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশী দল দুটি।
ফুলহ্যামের বিপক্ষে শনিবার ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছে সিটি। নিজেদের মাঠে সাউথ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
এদিনই আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্না স্লটের দল।
চোটের জন্য স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে হারানোর পর লিগে প্রথম জয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিটি। ৭ ম্যাচে গত চার আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৭। সমান পয়েন্ট হলেও গোলের হিসেবে পিছিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল।
ইতিহাদ স্টেডিয়ামে ২৬তম মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। মাতেও কোভাচিচের নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় পেপ গুয়ার্দিওলার দল।
৩২তম মিনিটে সমতা ফেরান কোভাচিচ। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোলে তিনি এগিয়ে নেন দলকে। ৮২তম মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন জেরেমি ডোকু।
৮৮তম মিনিটে রদ্রিগো মুনিসের গোলে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় ফুলহ্যাম। তবে স্নায়ুচাপের শেষ সময়টুকু কোনো ক্ষতি ছাড়াই পার করে দেয় সিটি। পায় আসরে পঞ্চম জয়।
এমিরেটস স্টেডিয়ামে চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
বিরতির পর বদলি নামা ক্যামেরন আর্চারের গোলে ৫৫তম মিনিটে এগিয়ে যায় সাউথ্যাম্পটন।
সমতা ফেরাতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ৫৮তম মিনিটে জালের দেখা পান কাই হাভার্টজ। ১০ মিনিট পর মিকেল আর্তেতার দলকে এগিয়ে নেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
পরে ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বুকায়ো সাকা।

Discussion about this post